ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ায় সোমবার আবারও এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ইন্দোনেশিয়ার মলুক্কা দ্বীপের টারনেট শহরের ১৭৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ৬ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হেনেছে। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

এটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ দশমিক ৫ কিলোমিটার গভীরে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর ৫ মাত্রার বেশ কয়েকটি কম্পন (আফটার শেক) অনুভূত হয়।