ইন্দোনেশিয়ায় দুটি মাঝারি ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

বাংলাদেশ সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪২ মিনিটে এবং দুপুর ২টা ৫৩ মিনিটে এই দুটি ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ ও ৪ দশমিক ৪ মাত্রার।

 

৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৯ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার শহর জায়াপুরা থেকে ৫৯ কিলোমিটার উত্তরে ছিল ভূকম্পের উৎপত্তিস্থল।

 

২০০৪ সালের ২৬ মার্চ দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্প ও পরে সুনামি হয়। ৯ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে দুই লাখ ২৭ হাজার ৯০০ জন নিহত হন। অনেক মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়নি। ইন্দোনেশিয়ার মৎস্য শিল্প ও কারখানার প্রায় ৬০ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই সুনামিতে।

সূত্র: বাংলা নিউজ