ইন্দোনেশিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় ঢাকা

ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের ক্রমবর্ধমান প্রবণতা সন্তোষজনকভাবে বেড়েছে। এজন্য দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে প্রস্তাবিত দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিটি এই বছরের মধ্যে সম্পন্ন করতে চায় ঢাকা।

বুধবার টেলিফোনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদির সঙ্গে আলাকালে আব্দুল মোমেন এ কথা বলেন। এ সময় তিনি মারসুদির সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

ড. মোমেন বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ইন্দোনেশিয়াকে আরও বেশি আমদানির অনুরোধ জানান। এ সময় মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চান।

দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মোমেন ও মারসুদি। তারা সম্পর্ককে আরও জোরদারের অঙ্গীকার করেন। দুই মন্ত্রী চলতি বছর ঢাকা ও জাকার্তার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে সম্মত হন।

রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার জন্য ইন্দোনেশিয়াকে ধন্যবাদ জানান ড. মোমেন। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু করতে ইন্দোনেশিয়ার মাধ্যমে আসিয়ান জোটের সমর্থনও চান তিনি।

 

সূত্রঃ যুগান্তর