সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইনিংস বড় করতে পারলেন না সাকিব

Paris
জুলাই ৩১, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ থেকে সরাসরি শ্রীলঙ্কায় গেছেন সাকিব আল হাসান। সেখানে পৌঁছে আজ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। যেখানে ডাম্বুলার বিপক্ষে ব্যাট করতে নেমে দারুণ এক ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার।

আগে ব্যাটিং করতে নেমে শুরুতে লাসিথ ক্রসপুলেকে হারায় গল। তবে আরেক ওপেনার শেভন ড্যানিয়েল দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই তরুণ ব্যাটার সাজঘরে ফেরার আগে নামের পাশে যোগ করেছেন ২৬ বলে ৩৩ রান।

এরপর তিনে নেমে দলকে পথ দেখান ভানুকা রাজাপাকশে। এই টপ অর্ডার ব্যাটার দারুণ ব্যাটিং করলেও সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৩৪ বল খেলে ৪৮ রান এসেছে তার ব্যাট থেকে।

ভানুকা সাজঘরে ফিরলে উইকেটে আসেন সাকিব। এই অলরাউন্ডার এসেই রানের গতি বাড়ানোতে মনযোগ দেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২ ছক্কা আর এক চারে ১৪ বলে ২৩ রান করেছেন তিনি।

এরপর শেষদিকে দারুণ ফিনিশিং দিয়েছেন দাসুন শানাকা। অধিনায়কের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২১ বলে ৪২ রানের ইনিংস। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে গল।

সর্বশেষ - খেলা