ইনস্টাগ্রামে বাংলাদেশি ব্যবহারকারী কতো?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেইসবুকের মতোই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানাধীন ইনস্টাগ্রাম। আর তাইতো বিজ্ঞাপনদাতাদের কাছে ফেইসবুকের পরেই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে ঠাই করে নিয়েছে এই ছবি শেয়ারিং অ্যাপটি।

 

তবে ইনস্টাগ্রামে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা ও ধরণ নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। সেই প্রশ্নের উত্তর দিয়েছে বাংলাদেশি ডিজিটাল মার্কেটিং কোম্পানি ওয়েবঅ্যাবল। শনিবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়।

 

প্রকাশিত তথ্যমতে, বর্তমানে ইনস্টাগ্রামে প্রায় ১৫ লাখ নিবন্ধিত বাংলাদেশি ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে প্রায় ৮ লাখের বয়স ১৮ থেকে ২৪ এর মধ্যে।

 

এছাড়া বাংলাদেশি ব্যবহারকারীরা এ বছরের প্রথম প্রান্তিকে ইনস্টাগ্রামে ৩৩ কোটি ৭৫ ঘন্টা সময় ব্যয় করেছে, যার পুরোটাই মোবাইল ডিভাইস থেকে। যার মধ্যে প্রায় ১৪ লাখই অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। এছাড়া আইওএস ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ লাখ ২০ হাজার।

 

প্রতিবেদনটিতে জানানো হয়, গত দেড় বছরে বাংলাদেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা দ্রুতগতিতে বেড়েছে।