ইতিহাস গড়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

সিল্কসিটি স্পোর্টস ডেস্ক :
কেপ টাউনে শুক্রবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের করা ১৬৪ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি ইংলিশরা। একই মাঠে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা।

কেপটাউনে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় প্রোটিয়া মেয়েরা। দুই ওপেনার লরা ভলভার্ট আর তাজমিন ব্রিটস গড়ে দেন চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত। লরা ৪৪ বলে ৫৩ আর ব্রিটস ৫৫ বলে খেলেন ৬৮ রানের ইনিংস।
শেষদিকে ১৩ বলে অপরাজিত ২৭ রানের এক ক্যামিও বেরিয়ে আসে মারিজান ক্যাপের উইলো থেকে। ৪ উইকেটে ১৬৪ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা।
১৬৫ রানের লক্ষ্য। উড়ন্ত সূচনা করেছিলেন ইংলিশ দুই ওপেনার ড্যানি ওয়াট আর সফিয়া ডাঙ্কলে। ৫ ওভারেই তারা তুলে ফেলেন ৫৩ রান। ১৬ বলে ২৮ রানের ঝড় তুলে ফেরেন সফিয়া। ড্যানি ওয়াট করেন ৩০ বলে ৩৪।

এরপর হাল ধরেন নেট স্কিভার-ব্রান্ট আর অধিনায়ক হিদার নাইট। শেষ ৪ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৩৪ রান। ৩৪ বলে ৪০ করে ১৭তম ওভারে আউট হন নেট স্কিভার। পরের ওভারেই ম্যাচ ঘুরিয়ে দেন আওবোঙ্গা খাকা। ডানহাতি এই পেসার মাত্র ৩ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। ১৯তম ওভারে ১২ রান নিয়ে তবু লড়াই টিকিয়ে রেখেছিল ইংলিশরা। শেষ ওভারে দরকার পড়ে ১৩ রান। ছিলেন অধিনায়ক হিদার নাইট। কিন্তু ওই ওভারে মাথা ঠান্ডা রেখে বল করেন সাবনিম ইসমাইল। প্রথম দুই বলে দেন এক রান।

তৃতীয় বলে সেট ব্যাটার নাইটকে (২৫ বলে ৩১) বোল্ড করে স্বাগতিকদের উল্লাসে ভাসান সাবনিম। ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৮ রানে থামে ইংল্যান্ড। শেষ ওভারের নায়ক সাবনিম ২৭ রানে নেন ৩টি উইকেট। ম্যাচ ঘুরিয়ে দেওয়া খাকার শিকার ২৯ রানে ৪টি।