ইতিহাসের এই দিন চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

 

১০ আগস্ট ২০১৬, বুধবার। ২৬ শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনা
•     ১৬৭৫ – রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত।
•     ১৯১১ – ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন নেওয়ার পক্ষে ভোট দেন।
•     ১৯১৪ – অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
•     ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য হয়।

 

জন্ম
•     ১৮৭৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি হার্বার্ট হুভার।
•     ১৯২৩ – বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান। তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশ) নড়াইলের মাসিমদিয়া গ্রামে তার জন্ম। কৃষক পরিবারে বেড়ে ওঠা বলে তার শিল্পকর্মও প্রভাবিত হয়েছে বাংলার গ্রামীণ জীবন, কৃষক, কৃষিকাজ এবং আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য দ্বারা। দ্রোহ-প্রতিবাদ, বিপ্লব-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার প্রয়াস তার কাজে বিদ্যমান।

সূত্র: বাংলা নিউজ