ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭৮

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭৮ জনে দাঁড়িয়েছে।

 

শুক্রবার (২৬ আগস্ট) দেশটির সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্ট এ খবর জানিয়েছে। এদের মধ্যে আমেত্রিক নগরীতেই ২১৮ জন। আর্কুয়াটায় ৪৯ জন এবং আকুমলিতে ১১ জন রয়েছে।

 

সংস্থাটি জানায়, ২৩৮ জনকে ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং ২১০০ জন মানুষ বাস্তভিটা হারিয়েছে।

 

সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্ট আরো জানায়, মার্সি অঞ্চলে আর কোনো ব্যক্তি নিখোঁজ নেই, তবে আমেত্রিক নগরীতে এখনো ১৫ জন নিখোঁজ রয়েছে।

 

শুক্রবার ভোরে আমেত্রিক নগরীতে আবারও ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে আবারও কিছু ঘর-বাড়ি ধসে পড়ে।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

সূত্র: বাংলা নিউজ