ইঞ্জিনের কম্পনে আইফোন ক্যামেরার ক্ষমতা কমে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল জানিয়েছে মোটরসাইকেলের ইঞ্জিনের কম্পনের কারণে আইফোনের ক্যামেরার কার্যকারিতা কমে আসতে পারে। সম্প্রতি এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, আইফোনকে সুনির্দিষ্ট তরঙ্গ পরিসীমায় উচ্চমাত্রার কম্পনের মুখে রাখলে, বিশেষ করে যা উচ্চক্ষমতার মোটরসাইকেল ইঞ্জিন থেকে হয়, তা ক্যামেরার কার্যকারিতাকে কমিয়ে দিতে পারে। মোটরসাইকেলের শ্যাসি এবং হ্যান্ডেলবারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে ইঞ্জিনের কম্পন। তাই উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের মোটরসাইকেলে ফোন হোল্ডারে আইফোন না রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

সূত্রঃ যুগান্তর