ইজিপ্টের নিরাপত্তাকর্মীদের কনভয়ে জঙ্গি হামলা, মৃত ১৮

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইজিপ্টের সিনাই পেনিনসুলায় নিরাপত্তাকর্মীদের একটি কনভয়ের উপর হামলা চালাল জঙ্গিরা৷ ঘটনায় ১৮ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে৷ সূত্রের খবর, ঘটনার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট৷

অরিশের কাছে তিনটি অস্ত্র বোঝাই গাড়ি ও একটি সিগন্যাল জ্যামার গাড়ি উড়িয়ে দেওয়ার জন্য বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এরপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়৷ অ্যাম্বুল্যান্সের উপরেও গুলি চালায় জঙ্গিরা৷ ঘটনায় ৪ জন জখম হন৷ মারা যান ১৮ নিরাপত্তাকর্মী৷ তাঁদের মধ্যে ২ জন পুলিশ অফিসার৷ বিস্ফোরণে একজন ব্রিগেডিয়ার জেনারেল তাঁর পা হারান৷ আহতদের অরিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সিনাইয়ের সুন্নি মুসলিমরা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে৷

২০১৩ সাল থেকে জঙ্গিরা প্রায় ১০০ পুলিশ কর্মীকে হত্যা করেছে৷ জুলাইয়ে উত্তর সিনাইয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৩ জন জওয়ানের মৃত্যু হয়৷ দেশের প্রধানমন্ত্রী ঘটনাটিকে “বিশ্বাসঘাতক ঘটনা” বলেছেন৷ সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল এই ফৌজদারি কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজ্যের দৃঢ় প্রতিজ্ঞ৷ নাগরিকদের নিরাপত্তার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করা হবে৷ ঘটনার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘও৷