ইএসডিও-রেসকিউ প্রকল্পের উদ্যোগে রেঁস্তোরা মালিকদের মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক :
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আর দেশের প্রথম স্মার্ট নগরী হিসেবে রাজশাহী নগরীকে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সবুজ, পরিচ্ছন্ন, বায়ু দূষণমুক্ত নির্মল রাজশাহীকে আরও এক ধাপ এগিয়ে নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছেন।

এরই ফলে রাজশাহী আজ দেশে মডেল নগরীতে পরিণত হয়েছে। গত মঙ্গলবার স্মার্ট রাজশাহী সিটি গড়তে রাসিক ও এটুআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, নিরাপত্তা, নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। বুধবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বোর্ড হল রুমে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রেসকিউ প্রকল্প আয়োজিত রাজশাহী রেঁস্তোরা মালিক সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু একথা বলেন। তিনি বলেন, রেস্টুরেন্ট সেক্টরে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। ইএসডিও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টিতে ভূমিকা রাখছে এজন্য তাঁদের ধন্যবাদ জানান।

প্রকল্পের ফোকাল পার্সন ও রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান।
সভায় রেসকিউ প্রকল্পের প্রশিক্ষনার্থীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, গ্লাস ক্যারিয়ার ব্যবস্থার প্রবর্তন ও প্রশিক্ষনের জন্য প্রতিনিধি মনোনয়ন বিষয়টির উপর গুরুত্ব প্রদান করা হয়।

সভায় প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাজশাহী মহানগরীর ঘনবসতিপূর্ণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে ইএসডিও এনহ্যান্স এমারজেন্সি রেসপোন্সেস থ্রো সোশাল এন্ড ইকোনমিক প্রোটেকশন ফর আরবান স্লাম ডুয়েলার্স ফর এড্রেসিং নিউ নরমাল সিচ্যুয়েশন অফ কোভিড-১৯ (রেসকিউ) প্রজেক্ট ক্লাইমেট ব্রিজ ফান্ডের আর্থিক সহায়তায় এটি বাস্তবায়িত হচ্ছে। রাজশাহী মহানগরীর ১১, ১৭, ১৮, ১৯ ও ২৪নং ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের ট্রেইনার কাম এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জ্জীর সঞ্চালনায় সভায় বিভিন্ন রেস্তোরার মালিকগণ, রেসকিউ প্রকল্পের ইএসডিও ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।