ইউরো টি-টোয়েন্টির আইকন আফ্রিদি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিপিএলের আদলে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হচ্ছে ইউরোপে। যৌথভাবে তিনটি দেশ আয়োজন করতে যাচ্ছে ইউরো টি-টোয়েন্টি স্লাম।

আর এই ইউরো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আইকিন হিসেবে নির্বাচিত হয়েছেন শহিদ আফ্রিদি, রশিদ খান, শেন ওয়াটসন ও ব্রেন্ডন ম্যাককলাম।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস এই তিন দেশের ক্রিকেট বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। তিনটি দেশের মোট ৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রতিটি দলে একজন করে আইকন ক্রিকেটার থাকবেন। খেলা শেষ হবে ২২ সেপ্টেম্বর।

এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি ও লেগ স্পিনার ইমরান তাহির। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ক্রিস লিন, নিউজিল্যান্ডের লুক রনকি ও পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের।