ইউরোপে করোনার রেকর্ড সংক্রমণ ও মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইউরোপের দেশগুলোতে ফের বাড়ছে করোনার সংক্রমণ। গত এক সপ্তাহে বিশ্বে যত জনের করোনা শনাক্ত হয়েছে, তার অর্ধেকের বেশি এবং মোট মৃত্যুর প্রায় অর্ধেক ইউরোপের।

নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও ইউরোপের আরও কয়েকটি দেশে নানা বিধিনিষেধ চালু হয়েছে।

আগামী শনিবার থেকে নেদারল্যান্ডসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মার্ক রুট তিন সপ্তাহের জন্য আংশিক লকডাউন ঘোষণা করেছেন। গত গ্রীষ্মের পর এটিই প্রথম লকডাউনের ঘটনা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্য ৫১ লাখ ছাড়িয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ চার হাজার ৭৮৯ জন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ চার হাজার ৩০ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৩২ লাখ তিন হাজার ৭৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।