ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের জন্য ফের খুলল চীনের দরজা

করোনাভাইরাসের কারণে চীন বিদেশিদের সেদেশে প্রবেশের ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা শিথিল করেছে বেইজিং। ইউরোপের ৩৬টি দেশের নাগরিকরা এখন চীনে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

গত মার্চে বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে চীন। এমনকি যাদের বৈধ রেসিডেন্ট বা বিজনেস ভিসা আছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে থেকেই চীন আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দিয়েছিল। এখন কিছু ফ্লাইট আবার চালু করছে।

বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে হলেও দেশটি প্রায় নিয়ন্ত্রণে এনেছে এর প্রকোপ। তবে এখনো কিছু কিছু জায়গায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ছে। এই মহামারিতে দেশটিতে মাত্র ৪ হাজার ৬৩৪ জন মারা গেলেও বিশ্বজুড়ে সেই সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ।

শুধু তাই নয়, চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৭৩৭ জন। কিন্তু বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন দুই কোটিরও বেশি মানুষ। চীনে নিয়ন্ত্রণে এলেও এশিয়া, আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন দেশে ভাইরাসটির প্রকোপ ব্যাপক আকার ধারণ করছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ