ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ রুশ সেনা আছে: যুক্তরাষ্ট্র

চরম উত্তেজনা বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেন সীমান্তে। এমন পরিস্থিতিতে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের যে তথ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দিয়েছে, তা নাকচ করে যুক্তরাষ্ট্র বলেছে, সীমান্তে এখনও ১ লাখ ৯০ হাজারেরও বেশি সৈন্য আছে।

বৃহস্পতিবার ইউরোপের দেশসমূহের সামরিক জোট অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশনের (ওসসিই) বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন এই জোটে নিযুক্ত মার্কিন দূত মাইকেল কার্পেন্টার। তিনিই এ তথ্য দিয়েছেন।

বৈঠকে কার্পেন্টার বলেন, ‘আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী ইউক্রেন সীমান্তে এখনও অবস্থান করছে ১ লাখ ৯০ হাজার বা তার চেয়ে কিছু বেশিসংখ্যক সেনা। গত ৩০ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ।’

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপের কোনো অঞ্চলে এত বেশিসংখ্যক সেনা উপস্থিতি ঘটেছে।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন