ইউক্রেন সংকটে ‘পারমাণবিক পরামর্শ’ দিলেন শিনজো আবে

ইউক্রেনে রুশ হামলার মধ্যেই জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বিতর্কিত পরামর্শ দিয়েছেন। জাপানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ঘাঁটি রাখার অনুমতি দেওয়ার ব্যাপারে নিজের দেশের বিবেচনা করা উচিত বলে মত দিয়েছেন তিনি।

ইউক্রেনে সংকট নিয়ে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সঙ্গে সঙ্গে তাইওয়ানে চীনা আক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণে থাকা দ্বীপ দখলেরও শঙ্কা দেখা দেয়েছে। এ পরিস্থিতিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র নিজের দেশে রাখার বিষয়টি ভাবতে বললেন।

অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান নিজেদের ভূখণ্ডে কখনোই পারমাণবিক অস্ত্র রাখা, উৎপাদন কিংবা মোতায়েন না করার প্রতিশ্রুতি দিয়ে আসছে।

শিনজো আবে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে- যুক্তরাষ্ট্রের উচিত চীনকে স্পষ্ট করে দেওয়া, বেইজিং দ্বীপটিতে আক্রমণ করলে তারা তাইওয়ানকে রক্ষা করবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ