‘ইউক্রেনে ৭৮৮ ক্ষেপণাত্র ছুড়েছে রাশিয়া’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাশিয়া-বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ৭৮৮টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আলেক্সি গ্রোমভ বলেন, রুশ বাহিনীর প্রধান লক্ষ্যগুলো ছিল ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে পরিবহণ অবকাঠামো। কিন্তু তারা বারবার সামাজিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর অন্য বস্তুগুলোতে হামলা চালিয়েছে।

প্রসঙ্গত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে সামরিক তৎপরতা জোরদার করে। কিন্তু প্রায় দুই মাসেও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। এ সময় রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে।

পরে রাশিয়া জানায়, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে অভিযানে মনোযোগ দেবে। এখন দোনবাসকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক তৎপরতা চলছে।

রাশিয়ার এ অগ্রসানে ইউক্রেন থেকে প্রায় ৫০ লাখের বেশি লোক পালিয়ে গেছে। হতাহত হয়েছে অনেক মানুষ।

 

সূত্রঃ যুগান্তর