ইউক্রেনে হামলা চালিয়ে পুতিন ‘বড় ভুল’ করছেন: ন্যাটো

ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে হামলা চালিয়ে বড় ভুল করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশের নেতাদের সম্মেলন শুরু হওয়ার আগে স্টলটেনবার্গ বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়ে পুতিন অনেক বড় ভুল করছেন। পুতিন ইউক্রেনের মানুষ ও সেনাদের শক্তি ও সাহসিকতাকে অবমূল্যায়ন করেছেন।

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নেতারা দীর্ঘমেয়াদে এর প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর বিষয়গুলো বিবেচনা করবেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন