ইউক্রেনে রুশ অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিতে ভোট দিলেন কানাডার আইনপ্রণেতারা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

ইউক্রেনে রাশিয়ার ‌‌‘হামলা’কে গণহত্যা আখ্যা দিতে বুধবার কানাডার আইনপ্রণেতারা সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। দেশটির সংসদ সদস্যরা বলেছেন, মস্কো কর্তৃক সংঘটিত মানবতার বিরুদ্ধে পদ্ধতিগত এবং ব্যাপক যুদ্ধাপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে।

কানাডিয়ান হাউস অফ কমন্সের প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধাপরাধের মধ্যে রয়েছে ব্যাপক নৃশংসতা, ইউক্রেনীয় নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যা, মৃতদেহের অপবিত্রকরণ, ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক স্থানান্তর, নির্যাতন, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং ধর্ষণ।

এই মাসের শুরুর দিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা একটি অভিযোগকে সমর্থন করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করা আরও বেশি সংখ্যক মানুষের পক্ষে ‘একদম সঠিক’। জো বাইডেন ইউক্রেনে হামলাকে গণহত্যার সঙ্গে তুলনা করেছিলেন। তবে তিনি আরও বলেছিলেন, এটা গণহত্যা কী না তার বিষয়ে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন  আইনজীবীরা।

 

সূত্রঃ বাংলাদেশতিপ্রতিদিন