ইউক্রেনে অভিযান বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে না রাশিয়া: ল্যাভরভ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইউক্রেনে অভিযান বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রফতানির ব্যাপারে যে চুক্তি হয়েছে তার অর্থ এই নয় যে, ইউক্রেনে অভিযান বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে রাশিয়া।

সোমবার তিনি গণপ্রজাতন্ত্রী কঙ্গো সফর করতে গিয়ে এ মন্তব্য করেন।
ল্যাভরভ সোমবার কঙ্গোয় এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের ওদেসা বন্দরের খাদ্যশস্যের ভাণ্ডার থেকে দেশটির সেনাবাহিনীর ঘাঁটিগুলো অনেক দূরে অবস্থিত। ফলে ওইসব সামরিক অবস্থানে হামলা চালালে খাদ্য গুদামের যেমন কোনো ক্ষতি হয় না তেমনি দেশটির বন্দরগুলো দিয়ে নিরাপদে খাদ্য রফতানিও অবাধে চলতে পারে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনকে নিরস্ত্র করার লক্ষ্যে রাশিয়ার সামরিক অভিযান চলবে।

ওদেসা বন্দরে শনিবারের হামলা সম্পর্কে সের্গেই ল্যাভরভ বলেন, রুশ সেনারা ওই বন্দরের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে খাদ্যশস্যের ভাণ্ডারে নয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত ডোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন।

এরপর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে না নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না।

 

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন