ইউক্রেনের অস্ত্র সরবরাহ রুটে হামলা চালাতে পারে রাশিয়া: মার্কিন কর্মকর্তা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের অস্ত্রের সরবরাহ বাধাগ্রস্ত করতে অস্ত্রের চালানের জন্য ব্যবহৃত রুটগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে রাশিয়া।

মার্কিন একজন প্রতিরক্ষা কর্মকর্তা এমনটি দাবি করেছেন। খবর সিএনএন’র।

তার মতে, রুশ বাহিনী এতদিন পর্যন্ত কনভয় বা রেল সরবরাহের মতো চলমান লক্ষ্যবস্তুতে আঘাত করেনি, তবে তারা দেশটিতে অস্ত্র ও সরবরাহ পরিবহনের জন্য ব্যবহৃত সেতু, রাস্তা এবং রেলগুলো ধ্বংস করার চেষ্টা করতে পারে।

তবে তিনি এও বলেন, যদি রুশ বাহিনী সেসব রুটেও হামলা চালাতে সক্ষময় হয়, তবুও তারা অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ করতে পারবে না। এখন পর্যন্ত সেখানে সহজেই অস্ত্রের অনেক চালান ঢুকতে পারছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন