বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউক্রেনকে আরো ৬ হাজার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য

Paris
মার্চ ২৪, ২০২২ ৬:২০ অপরাহ্ণ

ইউক্রেনকে আরো ছয় হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ বৃহস্পতিবার তিনি ঘোষণাটি দিতে চলেছেন বলে জানিয়েছে বিবিসি।

জানা গেছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জি-৭, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের সেনাবাহিনী ও পাইলটদের আরো তিন কোটি ৩০ লাখ ডলার সহায়তার ঘোষণাও দেবেন বরিস জনসন।

বিবিসি যেন ইউক্রেনীয় এবং রুশ ভাষার সেবা অব্যাহত রাখতে পারে, সেজন্য ৪১ লাখ ইউরো সহায়তা দেবে যুক্তরাজ্য সরকার।

বরিস জনসন বলেছেন, ইউক্রেনে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্য তার মিত্রদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে। ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনীয় বাহিনীর লড়াইয়ে প্রতিরক্ষা জোরালো করতে সহায়তা দেওয়া অব্যাহত রাখা হবে।

তিনি আরো বলেছেন, কোনো একটি পক্ষ বেছে নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। ইউক্রেনের স্বাধীনতার বাতি আমরা জ্বালিয়ে রাখতে পারি কিংবা ইউরোপ এবং সারাবিশ্ব থেকে এটি বিতাড়িত করার ঝুঁকি তৈরি করতে পারি।

ইতোমধ্যে ইউক্রেনকে চার হাজার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাজ্য। অতিরিক্ত আরো ছয় হাজার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা চলছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক