ইউএনওর ওপর হামলার মূল আসামি হাসপাতালে

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় মূল আসামি আসাদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছে।

তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোজাফফর হোসেন।

তিনি জানান, এ ঘটনার মূল আসামি আসাদুল ইসলাম অসুস্থ হয়ে পড়ায় তাকে রামেকে ভর্তি করা হয়েছে।

আটক করা অপর দুজন নবীরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে দিনাজপুর জেলা জজ আদালতে তোলা হচ্ছে।

এর আগে শুক্রবার রাত ২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য নবীরুল ও সান্টুকে ঘোড়াঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শনিবার সকাল ৯টার দিকে তাদের দিনাজপুর জেলা জজ আদালতে পাঠানো হয়।

গত বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার ভোরে হাকিমপুর উপজেলার কালীগঞ্জ থেকে স্থানীয় এক যুবলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 

সূত্রঃ যুগান্তর