ইংল্যান্ড খেলেছে ১৭ টেস্ট, বাংলাদেশ মাত্র ৩টি!

বাংলাদেশের প্রতি আইসিসির বিরূপ মনোভাবের আরেকটি চিত্র ফুটে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। এই প্রতিযোগিতার আওতায় ইংল্যান্ড খেলেছে ১৭টি টেস্ট। ভারতের বিপক্ষে চেন্নাইয়ে তারা ১৮তম টেস্ট খেলছে। অস্ট্রেলিয়া আর ভারত খেলেছে ১৪ টেস্ট। নিউ জিল্যান্ড ও পাকিস্তান খেলেছে ১১টি করে। অথচ বাংলাদেশ খেলতে পেরেছে মাত্র ৩টি! এই বৈষম্য নিয়ে এবার মুখ খুললেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।

এখন পর্যন্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। চট্টগ্রামে চলতি ম্যাচটি জিতলে প্রথমবারের মতো পয়েন্ট যোগ হবে। এটা হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের চতুর্থ টেস্ট। সিরিজের দুই ম্যাচ জিতলে যোগ হবে ১২০ পয়েন্ট। তখন উইন্ডিজ আর শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশ পয়েন্ট তালিকায় এগিয়ে যাবে। তবে রাসেল ডমিঙ্গোর হতাশা কম টেস্ট খেলা নিয়ে। এত কম সুযোগ পেলে কীভাবে দলের উন্নতি হবে সেটাই তার প্রশ্ন।

আজ চতুর্থ দিনের খেলা শেষে ডমিঙ্গো সাংবাদিকদের বলেন, ‘আমরা সত্যিই টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে চাই। উন্নতি করতে চাই। আমরা জানি, দেশের বাইরে আমাদের পারফরম্যান্স ভালো নয়। পাশাপাশি এটাও বলতে হবে, এই দলের আরও অনেক বেশি টেস্ট খেলা প্রয়োজন। টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু দল ১৬-১৭ ম্যাচ খেলে ফেলেছে, আমরা খেলেছি ৩টি! বছরে মোটে ৩-৪টি টেস্ট খেললে ফর্ম, ধারাবাহিকতা ধরে রাখা খুব কঠিন। এটা দুই ধারী তলোয়ারের মতো। কারণ যত বেশি আমরা খেলব, ততই বেশি ভালো হব। আশা করি, আমাদের পারফরম্যান্সের উন্নতি হবে।’

 

সুত্রঃ কালের কণ্ঠ