রবিবার , ৯ অক্টোবর ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইঁদুরের গর্তে ধোয়া দিয়ে জঙ্গিদের নিশ্চিহ্ন করা হবে

Paris
অক্টোবর ৯, ২০১৬ ৭:৩০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গিদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আত্মসমর্পণ না করলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইঁদুরের গর্তে ধোয়া দিয়ে জঙ্গিদের বের করে এনে নিশ্চিহ্ন করা হবে।

 

শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় সস্ত্রীক দুর্গাপূজা উদযাপন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা র‍্যাবের মহাপরিচালক।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর সাহা প্রমুখ।

 

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ কখনো সফল হবে না। আমরা এদের অতীতেও নিশ্চিহ্ন করেছি, এখনো নিশ্চিহ্ন করে যাচ্ছি। এরা জনগণের শক্তির কাছে পরাজিত হবে।’

 

বেনজীর আহমেদ বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আমি বলতে চাই, বাংলাদেশে কিন্তু কোনো সংখ্যালঘু নাই। সংখ্যালঘু হচ্ছে জঙ্গিরা এবং ক্রিমিনালরা। আপনারা এদেশের সংবিধান অনুযায়ী আত্মবিশ্বাসের সাথে দেশের মূলধারায় সন্নিবেশিত হবেন। এবং দেশের মূল উন্নয়নের অগ্রযাত্রায় সবাই সবার অবস্থান থেকে প্রত্যেক সম্প্রদায়ের লোক এখানে ভূমিকা পালন করবেন। এই দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আমাদের জাতিগত সত্তা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

 

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। পাশাপাশি আমরা তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে তোমরা আত্মসমর্পণ করো। এরই মধ্যে আত্মসমর্পণের ঘটনা দেখেছেন আপনারা। আমরা আশা করব যে আজকের ঘটনা বিগ ম্যাসেজ ফর দেম। আশা করব যে অন্য যারা আছে তারা ফিরে আসবে।’

 

 

‘আমি প্রত্যেক পরিবারের সদস্যকে বলতে চাই, যাদের ছেলেমেয়েরা এসব বাজে পথে গিয়েছে, তাদেরও দায়িত্ব রয়েছে তারা যেন মোটিভেট করেন এবং সমাজের মূলধারায় ফিরে আসার জন্য অনুপ্রাণিত করেন। আমরা র‍্যাবের পক্ষ থেকে প্রত্যেককে পুনর্বাসনের ব্যবস্থা করব।’

 

জঙ্গিদের উদ্দেশে র‍্যাবের ডিজি বলেন, ‘এই ধরনের জঙ্গিবাদীরা কখনো বাংলাদেশে সাকসেসফুল হতে পারবে না। এই ইঁদুরের গর্তে লুকিয়ে থেকে তোমরা এদেশের কোনো ক্ষতি করতে পারবে না। জনগণের শক্তি ভয়াবহ। জনগণের শক্তি অপরিসীম। জনগণের শক্তি অবিনাশী। সেই অবিনাশী শক্তির কাছে তারা প্রত্যেকে পরাজিত হবে। এই ইঁদুরের গর্তের মধ্যে ধোয়া দিয়ে বের করে এনে তাদের নিশ্চিহ্ন করা হবে। এটা তাদের জন্য সতর্কীকরণ। আমরা তাদের বলব, তোমরা ফিরে আসো। যারা ফিরে আসবে না, পরিণতি কী হতে পারে বার বার দেখেছে বাংলাদেশের মানুষ, আজকেও দেখেছে। আমরা চাই না, তোমরা এই পরিণতি বহন করো। আমরা বরঞ্চ চাইব, তোমরা মূলধারায় ফিরে আসো। আমরা তোমাদের পুনর্বাসন করব। তোমরা জাতির উন্নয়নে, দেশের উন্নয়নে ভূমিকা পালন করো। এই ভুল পথে তোমরা কোনো ধরনের কিছু অর্জন করতে পারবে না।’

 

শনিবার গাজীপুরের দুটি স্থান, টাঙ্গাইল ও ঢাকার আশুলিয়ার একটি করে মোট চারটি বাড়িতে র‍্যাব ও পুলিশের অভিযানে মোট ১২ ‘জঙ্গি’ নিহত হয়।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়