আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন রাজশাহীর তিন ডজন নেতা

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তত তিন ডজন নেতা। শুক্রবার থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। এদিন রাজশাহীর ছয়টি আসন থেকে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এখন পর্যন্ত যেসব নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাদের মধ্যে রয়েছেন চারঘাট-বাঘার বর্তমান এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনের শুরুর দিকেই আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবন থেকে রাজশাহী-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লায়েভ উদ্দিন লাভলু মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জন্য  মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান এমপি কাজী আব্দুল ওয়াদুদ দারা, জেলা যুবলীগের সহসভাপতি ওবাইদুর রহমান, সাবেক এমপি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, জেরা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুম প্রমুখ।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি এনামুল হক, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কৃষক লীগ নেতা রবিউল ইসলাম প্রমুখ।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী, তানোরের মন্ডুমালা পৌর সভার মেয়র গোলাম রাব্বানী, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান প্রমুখ।

স/আর