আড়ানী পৌর বাজার কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেয়র মুক্তার আলী পৌরসভার উন্নয়ন ও মাদকমুক্ত পৌরসভা গঠনের জন্য পৌর বাজারের এক হাজার ৭১৯ ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন।

 

পাশাপাশি আড়ানী পৌর বাজারের কাপড় হাটকে অতিশীর্ঘই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র সহযোগিতায় দোতলা মার্কেট নির্মাণের কথা জানান।

 

তিদনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কাপড় হাটায় ব্যবসায়ীদের তালিকা তৈরীর কাজ শুরু করা হবে। এই তালিকায় কারো নাম বাদ পড়লে পৌর কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাতে ব্যবসায়ীদের কাছে সহযোগিতা কামনা করেন। এই অনুষ্ঠানে পৌর বাজারের সকল দোকান বন্ধ রেখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আড়ানী পৌরসভার আয়োজনে শুক্রবার বিকেলে ঈদগা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে পৌর মেয়র মুক্তার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ, আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন মুন্টু, বিশিষ্ঠ ব্যবসায়ী একরামুল হক সনত, রাম গোপাল শাহা, আবদুল আজিজ, নওসাদ আলী, ফরজ আলী, ওয়াজ আলী, জিন্না, মজনু, রহমত উল্লা পিন্টু, সিদ্দিক ফকির, সিদ্দিক মোল্লা, সনু শাহা, নয়ন মনি, তুফান আহম্মেদ, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান রানা, আবদুস সালাম, মোজাম্মেল হক রাজ, মানিক হোসেন, রবিউল ইসলাম, লিটন আলী, আবদুল আওয়াল, জিল্লুর সরদার, কার্তিক হালদার, ইলোরা নাজ কেমি প্রমুখ।

স/মি