আড়ানী ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার (২৮ মে) বিকেলে আড়ানী ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা করা হয়।

আয়োজিত আড়ানী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম রফিক।

সচিব হাসানুজ্জামনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আড়ানী আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ওয়াজেদ আলী, অধ্যাপক আমজাদ হোসেন, বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শিক্ষক আমানুল হক আমান, ইউনিয়ন সদস্য কালাম মন্ডল, মোজাম্মেল হক, মাসুদ রানা, মশিউর রহমান, কালাম হোসেন, আজিজুর রহমান, মাসুদ হোসেন, জাহাঙ্গীর হোসেন সরকার, ছলিম উদ্দিন সরকার, নারী সদস্য ময়না বেগম, সাদিরা বেগম, পপি বেগম প্রমুখ।

বাজেট উপস্থাপনা করেন ইউনিয়ন সচিব হাসানুজ্জামন। বাজেটে আয় ধরা হয়েছে এক কোটি ১৭ লক্ষ ৮ হাজার ৪৫৬ টাকা। ব্যায় ধরা হয়েছে এক কোটি ১৪ লক্ষ ৭ হাজার ৪৫৬ টাকা। এছাড়া উদ্ধৃত্ত রয়েছে এক লক্ষ ৩১ হাজার টাকা।

পরে উপস্থিত জনসাধারনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স/অ