চারঘাটে আড়াই কোটি টাকা পরিশোধ করেও বালুর ঘাট বুঝে পাননি ইজারাদার

নিজস্ব প্রতিবেদক:

আড়াই কোটি টাকা পরিষোধ করেও বালুর ঘাট বুঝিয়ে দিচ্ছে না চারঘাটের ইউএনও । বর্তমান অর্থ বছরে টেন্ডারের মাধ্যমে সর্বচ্চ দরদাতা হিসেবে চারঘাট বালু মহলের ইজারা পান মেসার্স পুতুল ট্রের্ডাস। তিনি গত ২ এপ্রিল ২০১৯ ইং তারিখ এ টেন্ডারের যাবতীয় টাকা (২ কোটি ৪২ লক্ষ ৪০ হাজার ) চালানের মাধ্যমে তা সরকারের ঘরে পরিষোধ করেন। টাকা পরিশোধ হওয়ার পর ও চারঘাটের ইউওনো তাকে ইজারার জায়গাটি বুঝিয়ে দিচ্ছেন না।

এমতবস্থায় তিনি জেলা প্রশাসক বরাবর তার ইজারাকৃত জায়গাটি বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন করেও কোন প্রতিকার পাচ্ছেন না। তিনি আবেদনের কপি প্রশাসনের উদ্ধোর্তন কর্মকর্তাদের ও দিয়েছেন কিন্তু কোন কিছুই হচ্ছেনা।

অথচ ১লা বৈশাখ বালুমহল বুঝিয়ে দেওয়ার কথা থাকলে ও তিন বুঝিয়ে দেন নাই । আজ ২রা বৈশাখ ইউএনও ডাকলে ও তিনি বুঝিয়ে দিতে পারেন নাই ।

সরোজমিনে ঘাটে গিয়ে দেখা যায় যে ,পুর্বের ইজারাদার এখন ও ট্রাক ঘাট থেকে বালু উত্তোলন করছে ও তাদের অনেক বালু কয়েক যায়গায় স্তুপ করে রেখেছে। বর্তমান বালুমহলের ইজারাদার বললেন যে, যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা প্রতিদিন ই আর্থিক ক্ষতির সম্মিক্ষন হবো।

এ ব্যাপারে ইউনোর সাথে যোগাযোগ করা যায়নি।

স/অ