আড়াইশ ছাড়ালো রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগী, দেখুন এক নজরে

নিজস্ব প্রতিবেদক:

বুধবার পর্যন্ত আড়াইশ ছাড়ালো রাজশাহী বিভাগের করোনা আক্রান্ত রোগী। আগেরদিন মঙ্গলবার  সকালে যেখানে ছিলো ২৪৯ জন। আজ বুধবার সকালে সেখানে গিয়ে দাঁড়ায় ২৬১ জনে। যদিও গতকাল রাজশাহী ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৪২টি। গতকাল ১৮৮টি নমুনা পরীক্ষা গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়ত বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

এদিকে রাজশাহী বিভাগে গতকাল সন্ধ্যায় নমুনা পরীক্ষা শেষে আক্রান্ত বেড়ে ২৬১ হওয়ায় কোন জেলায় কতজন তা নিচে তুলে তুলে ধরা হলো-

এছাড়াও রাজশাহীতে ১৭, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নওগাঁ ৭০, নাটোরে ১৩ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ৬, জয়পুরহাট ৭১ ও বগুড়া ৫১ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় সবচেয়ে বেশি নতুন রোগী পাওয়া গেছে। এ জেলায় আক্রান্তের হারও বাড়ছে আশঙ্কাজনক হারে। এছাড়াও জয়পুরহাট ও নওগাঁ রাজশাহীর হটস্পটে পরিণত হয়েছে।