আহত তরিকুলকে দেখতে গেলেন মেয়র প্রার্থী মুরাদ মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দেলনে আহত কর্মী তরিকুলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। আজ দুপুর ১ টায় তিনি রামেক হাসপাতালে গিয়ে তরিকুলের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার বন্ধু সহপাঠী আর আন্দোলনের অন্য নেতাকর্মীদের সাথে কথা বলেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখার সদস্য সচিব রুপোশ সালাম, মতিহার থানা শাখার আহ্বায়ক হাসিব রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি তরিকুলের উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে দেশে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের অনুপস্থিতিতে প্রতিনিয়ত দেশের জনগণের ওপরে এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে। তিনি তরিকুলের চিকিৎসার ব্যাপারে ব্যক্তিগতভাবে ও সাংগঠনিকভাবে যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবেন বলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান।

তিনি কোটাসংস্কার আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে একে সমর্থন জানান এবং অন্যান্য বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনকেও এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।
স/শ