আশ্রয়প্রার্থীদের অধিকার সুরক্ষায় ইইউ’র নতুন দফতর

ইউরোপের দেশগুলোতে আসা আশ্রয়প্রার্থীদের আশ্রয়ের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন দফতর চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) নামে নতুন এ দফতরটি ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য আশ্রয়প্রদান বিষয়ে একটি সমন্বিত ব্যবস্থা চালু করতে চায়। গত বুধবার থেকে কাজ শুরু করেছে নতুন এ দফতর।

এর আগে ইউরোপিয়ান অ্যাসাইলাম সাপোর্ট অফিস (ইএএসও) নামে একটি দফতর আশ্রয়ের অধিকারের বিষয়টি দেখভাল করত। ২০১১ সালে চালু হওয়া এ দফতরের কার্যক্রম অনেক সীমিত ছিল। নতুন চালু হওয়া ইইউএএ-এর নির্বাহী পরিচালক নিনি গ্রেগরি বলেন, দফতরটি এখন থেকে জোটের দেশগুলোকে আশ্রয়প্রদান বিষয়ে অধিকতর সহায়তা প্রদান করতে পারবে।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার গ্রিলান ট্রিগু নতুন দফতর গঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জানা গেছে, ১৭২ মিলিয়ন ইউরো বাজেটের নতুন এ দফতরে বর্তমানে নিয়োজিত পাঁচশ কর্মকর্তার পাশাপাশি জোটভুক্ত বিভিন্ন দেশের আরও পাঁচশ কর্মকর্তাকে ‘রিজার্ভ পুলে’ রাখা হবে।

এক বিবৃতিতে নতুন চালু হওয়া এ দফতরটি জানায়, তাদের একজন ‘ফান্ডামেন্টাল রাইটস অফিসার’ থাকবেন যিনি আশ্রয়ের জন্য আবেদনকারীর বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারের বিষয়গুলো নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়া দফতরটি একটি অভিযোগ গ্রহণ ব্যবস্থা চালু করেছে। নতুন এ ব্যবস্থার মাধ্যমে কোনো আশ্রয়প্রার্থী যদি মনে করে যে তার অধিকার নিশ্চিত করা হয়নি, তাহলে সে বিষয়ে কাজ করা হবে।

দফতরটির মূল কাজ হলো জোটভুক্ত দেশগুলোকে আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ ও আবেদন যাচাইবাছাই প্রক্রিয়ায় সহায়তা করা। মাল্টায় স্থাপিত সদর দফতর ছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশ যেমন গ্রিস, বেলজিয়াম, ইটালি স্পেন, পোল্যান্ড ও সাইপ্রাসে এর শাখা থাকবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন