আলোকসজ্জায় সজ্জ্বিত করতে নগরীতে এলিডি বাল্ব সংযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীকে নতুন ভাবে আলোকসজ্জা সজ্জ্বিত করতে এলিডি বাল্ব সংযোগ করা হচ্ছে।

শনিবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সিএন্ডবি মোড় হতে নদীর ধার রাস্তা পর্যন্ত আলোকসজ্জা কার্যক্রমের সুইজ টিপে উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, উক্ত প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৯টি পয়েন্টে আলোকসজ্জার কাজ চলমান রয়েছে। এছাড়াও একই ধরনের আরো ৫টি প্রকল্প আগামীতে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। এই বাল্ব দ্বারা নগরীতে আলোকসজ্জাকরণে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয়ী হবে, অপরদিকে রাতে দিনের আলোর মতো নগরী উজ্জ্বল হয়ে থাকবে।

মেয়র আরো বলেন, এর ফলে কর্পোরেশন এলাকায় জনগণ নিবিঘ্নে চলাচল করতে পারবে এবং চুরি, ছিনতাই কমে আসবে।

এ সময় রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক উপস্থিত ছিলেন।

স/অ