সিল্কসিটিনিউজ ডেস্ক:
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে রুশ বিমান হামলা অব্যাহত রয়েছে। তাদের সঙ্গে আবার যোগ দিয়েছে সিরীয় সরকারি বাহিনী। বুধবার এই দুই বাহিনীর হামলায় অন্তত ৮১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন, যাদের মধ্যে অনেকরই অবস্থা আশঙ্কাজনক।
খবর আল-জাজিরার। উদ্ধার কাজে নিয়োজিত আলেপ্পোভিত্তিক সংগঠন হোয়াইট হেলমেটসের মুখপাত্র ইব্রাহিম আবু লেথ জানান, ধ্বংসস্তুপের ভিতর থেকে এখনো মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। একটি উদ্ধার দল এ কাজে নিয়োজিত রয়েছে।
আলেপ্পোর ফেরদৌসেই কেবল ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আবু লেথ। ফরিদা নামে সেখানকার এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ এপিকে জানিয়েছেন, ওই এলাকার একটি জনবহুল বাজারে তার একটি ক্লিনিক ছিল। কিন্তু বিমান হামলার পর ওই মার্কেটের কিছু অংশের চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভয়াবহ বিনাশ উল্লেখ করে তিনি আরও বলেন, বহু ভবন ধ্বসংসস্তুপে পরিণত হয়েছে। এদিকে, ফেরদৌসের স্থানীয় এক হাসপাতালের নার্স জানান, তাদের হাসাপাতলে মাত্র তিনজন ডাক্তারের সঙ্গে মাত্র ৮ জন নার্স আছে। আমরা এক সঙ্গে এত রোগী গ্রহণ করতে পারেনি।
সূত্র: কালের কন্ঠ