শুক্রবার , ১৪ অক্টোবর ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আলেপ্পোর জয় সিরিয়ায় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে

Paris
অক্টোবর ১৪, ২০১৬ ১০:৩১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মনে করেন আলেপ্পোর জয় সিরিয়ার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। এই জয়ের ওপর ভিত্তি করে বাকী সিরিয়া পুনর্দখলে অভিযান চালাতে পারবেন তারা

এক রুশ সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলেপ্পোকে ‘বিদ্রোহীমুক্ত’ করার কোন বিকল্প নেই।

 

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব অংশে সম্প্রতি সিরিয়া এবং রাশিয়া তাদের বোমা হামলা তীব্র করেছে।

 

রাশিয়ার ‘কমসোমোলস্কায়া প্রাভদা’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ বলেন, তারা যদি আলেপ্পো দখল করতে পারেন, সেটা তাদের যুদ্ধে জয়ী হতে সাহায্য করবে।

 

তিনি বলেন, আলেপ্পো হবে তাদের ‘স্প্রিংবোর্ড’। যেখান থেকে তারা সিরিয়ার অন্যান্য জায়গায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালাবেন।

 

প্রেসিডেন্ট আসাদ বলেন, “এই জায়গাটা আমাদের পরিস্কার করতেই হবে এবং এখান থেকে ‘সন্ত্রাসীদের’ তুরস্কে ঠেলে দিতে হবে।”

 

উল্লেখ্য সিরিয়ার বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তুরস্ক, কয়েকটি উপসাগরীয় এবং পশ্চিমা দেশ।

_91544193_syria_turkey_kurds_v12_624map

সিরিয়ার আলেপ্পো শহর এখন কার্যত বিভক্ত। একটি অংশের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতে, বাকী অংশ বিদ্রোহীদের হাতে।

 

সিরিয়ার গৃহযুদ্ধে সবচেয়ে তীব্র লড়াই চলছে এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে। এই গৃহযুদ্ধে প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - আন্তর্জাতিক