বৃহস্পতিবার , ১১ মে ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আলু দিয়ে মুরগির মাংস রান্নার

Paris
মে ১১, ২০১৭ ১২:৪৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অনেক ট্রেডিশনাল এই রেসিপিটি । অনেকেই মুরগির মাংস রান্না করায় ওস্তাদ, কিন্তু আমাদের কাছে অনেকেই অভিযোগ করেন যে তাদের মাংসটা কিছুতেই পারফেক্ট হয়না । তাই আমি এই রান্নার খুঁটি নাটি নিয়ে এখন হাজির হলাম ।

 

উপকরণ :

  • মুরগির মাংস : ১ কেজি
  • আলু মাঝারি সাইজের : ৫-৬ টা খোসা ছারিয়ে ২ টুকরা করে কাটা
  • পেয়াজ কুচি :- মাঝারি সাইজের ১ টা
  • রসুন ছেঁচা : ৩-৪ কোয়া
  • পেয়াজ বাটা : ৩ টেবিল চামচ
  • রসুন বাটা : ১ টেবিল চামচ
  • আদা বাটা : ১ টেবিল চামচ
  • হলুদ গুড়া : ২ চা চামচ
  • মরিচ গুড়া :- ২ চা চামচ
  • কাশ্মিরী মরিচ গুড়া : ১ চা চামচ
  • জিরা গুড়া : ১ চা চামচ
  • গরম মসলা গুড়া : ১ চা চামচ
  • দারচচিনি : ১ ইঞ্চি ২-৩ টুকরা
  • এলাচি : ২ টা
  • তেজপাতা : ১ টা
  • লবন : ২ চা চামচ / স্বাদমত
  • চিনি : ১ চিমটি
  • তেল : ১/২ কাপ

 

প্রণালী :

  • মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে পেয়াজ বাটা, রসুন বাটা আদা বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, কাশ্মিরী মরিচ গুড়া, জিরা গুড়া, লবন, চিনি ১ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন ।
  • এবার একটি প্যানে তেল গরম করে আলু গুলো লাল করে ভেজে তুলে রাখুন ।
  • এখন প্যানে বাকি তেল দিয়ে পেয়াজ কুচি লাল করে ভেজে তুলে রাখুন এবং ওই তেলে গোটা দারচিনি , এলাচি , তেজপাতা দিয়ে নেড়ে রসুন ছেঁচা দিন এবং নাড়ুন রসুন টা লাল হলে মাখানো মাংস টা দিয়ে ভাল করে নেড়ে ঢেকে দিন ।
  • অল্প আঁচে রান্না করুন যাতে মাংস থেকে যে পানি বের হবে তাতেই মাংস টা সিদ্ধ হয়ে যায় ।
  • মাংস অর্ধেক সিদ্ধ হলে ভেজে রাখা আলু টা দিয়ে নেড়ে ঢেকে দিন ।
  • মাংস সিদ্ধ হয়ে গেলে ভাল করে কষিয়ে পরিমান মতো ঝোল দিয়ে নেড়ে ঢেকে দিন ।
  • ঝোল ফুটে উঠলে এবং পরিমান মতো হলে ভেজে রাখা পেয়াজ ও গরম নসলা গুড়া দিয়ে নেড়ে ঢেকে দিন ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন এবং ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন ।
  • ১০-১৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন ।

সূত্র: অনলাইন

সর্বশেষ - লাইফ স্টাইল