আলু আবিষ্কারের আগে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাচীনকালে যখন পর্যন্ত মানুষ জানেনি আলু একটা সবজি, তার আগে আলু দিয়ে মানুষ কী করত? ভাবার চেষ্টা করেছেন বিশিষ্ট আলুপ্রেমী মো. মিকসেতু, এঁকেছেন শিখা
শিখাশিখাআলু দিয়ে
আগুন জ্বালানোর
চেষ্টা করত

আলু দিয়ে
গুহার দরজা
বানাত

শিখাশিখাগাছ থেকে ফলমূল পাড়ত

খুব খিদা লাগছে। খাবার কিছুই নাই।
এই নে আলু, ঢিল মেরে বরই পেড়ে খেয়ে ফেল।

আলু দিয়ে পাখি শিকার করত

ঘরে খাবারদাবার কিছুই নাই। এই আলুগুলো দিয়ে দেখ কোনো পাখিটাখি মারতে পারিস কি না।

 বুনো পশু বা অন্য গোত্রের

সঙ্গে যুদ্ধ লাগলে
আলু ব্যবহার করত

সূত্র : প্রথম আলো