আ’লীগের কাউন্সিল উপলক্ষে রাজশাহীতে প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক প্ল্যানেট  ৫০-৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় এ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সদস্য সাবেক সভাপতি এ্যাড. মোজ্জাফর হোসেন, যুগ্মসম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, নাঈমুল হুদা রানা, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, আইন সম্পাদক মোসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান রিন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, এ্যাড. আসলাম সরকার, উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম দোলন, সদস্য আহ্্সানুল হক পিন্টু, এনামুল হক কলিন্স, ডা. শফিকুর রহমান, সিরাজুল ইসলাম, শাহাবুদ্দিন, মকিদুজ্জামান জুরাত, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি ড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া (পূর্ব) থানা সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, শাহ্মুখদুম থানা সাধারণ সম্পাদক শাহদত হোসেন শাহু, নগর জাতীয় শ্রমিক লীগ সভাপতি বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতিমা মিতু, সেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, রা বি ছাত্রলীগ সভাপতি রান্জু, সাধারণ সম্পাদক বিপ্লব, যুবমহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, নগর কৃষক লীগ সভাপতি রহমতুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক শাখের হোসেন বাবু প্রমুখ।

মিছিল শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত পথসভায়। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী।
সভায় বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।
তিনি বলেন, আগামী ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সফলতা কামনা করি। সম্মেলনের মাধ্যমে রাজশাহীর আশা আকাংক্ষার প্রতীক জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে কেন্দ্র কমিটির সম্মানজনক ও গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই।’

স/আর