আরেকটি শিরোপার সামনে ম্যানসিটি, প্রতিপক্ষ হবে কে?

স্পোর্টস ডেস্ক:
গেল মৌসুমে ট্রেবল জয়ের রেকর্ড গড়া ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমেও একই পথে হাঁটছিল। অবশ্য গেল সপ্তাহে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে বাকি দুই শিরোপার লড়াইয়ে এখনো আশা আছে সিটিজেনদের। এরই মধ্যে এফএ কাপের ফাইনালে উঠে গেছে তারা।

গতকাল (শনিবার) ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এদিকে, আজ (রোববার) বাংলাদেশ সময় রাতে কভেন্ট্রি সিটির মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন জয় পেলেই ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী সিটির মুখোমুখি হবে রেড ডেভিলরা।

ম্যানচেস্টার সিটি ১ : ০ চেলসি

চেলসির বিপক্ষে সেমিফাইনালে আর্লিং হালান্ডকে বেঞ্চে রেখে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজকে নিয়ে মাঠে নামে ম্যানসিটি। ম্যাচের প্রথমার্ধে বল দখলে সিটি এগিয়ে থাকলেও চূড়ান্ত সফলতা আসেনি। অন্যদিকে একাধিক গোলের সুযোগ পেয়েছিল চেলসিও। যদিও জালের দেখা পায়নি।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েও সুযোগ নষ্ট করেন চেলসির নিকোলাস জ্যাকসন। সেনেগালিজ এই স্ট্রাইকার সিটির গোলরক্ষক স্টেফান অর্তেগাকে একা পেয়েও সময়মতো শট নিতে পারেননি।

দ্বিতীয়ার্ধে জ্যাক গ্রিলিশকে উঠিয়ে জেরেমি ডকুকে মাঠে নামান গার্দিওলা। এরপরেই সিটির আক্রমণভাগ জোর খুঁজে পায়। ৮৪ মিনিটে কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে লিড নেয় সিটি। চেলসির বক্সের ভেতর ডি ব্রুইনা ক্রস করলেও তা চেলসির গোলরক্ষক পেত্রোভিচ পা দিয়ে ঠেকয়ে দেন। তবে বিপদমুক্ত করতে পারেননি তিনি। বল পেয়ে যান সিলভা। জোরাল শটে বল জালে পাঠান তিনি।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। গতবারের চ্যাম্পিয়নরা এই নিয়ে তৃতীয়বারের মতো টানা দুইবার ফাইনালে জায়গা করে নিয়েছে।