আরেকটি নাদাল-ফেদেরার ফাইনাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী নাদালকে হারিয়ে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম জেতেন ফেদেরার। তিন মাসের মধ্যে আরেকটি নাদাল-ফেদেরার ফাইনাল দেখতে যাচ্ছে টেনিস বিশ্ব।

শুক্রবার মিয়ামি ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে নিক কিরগিওসকে হারিয়ে ফাইনালে উঠেছেন ফেদেরার। তার আগে প্রথম সেমিফাইনালে ফ্যাবিও ফগনিনিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন নাদাল। আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবেন দুজন।

তিন ঘণ্টারও বেশি সময় স্থায়ী দ্বিতীয় সেমিফাইনালে ফেদেরার ও কিরগিওসের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম সেটটা ৭-৬ গেমে জিতে নেন ৩৫ বছর বয়সি ফেদেরার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট ৭-৬ গেমে জিতে নেন অস্ট্রেলিয়ার কিরগিওস। তৃতীয় সেটেও লড়াইটা হয়েছে দারুণ। তবে শেষ হাসিটা হাসেন ফেদেরার। সুইস তারকা তৃতীয় সেটও জেতেন ৭-৬ গেমে।

নাদালকে অবশ্য এত ঘাম ঝরাতে হয়নি। মাত্র ৯০ মিনিটেই ফগনিনিকে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন স্প্যানিশ এই তারকা। নাদাল জেতেন ৬-১ ও ৭-৫ গেমে। মিয়ামি ওপেনে এখনো কোনো শিরোপা জিততে পারেননি নাদাল। অন্যদিকে ফেদেরার এখানে দুবারের চ্যাম্পিয়ন। এবার আক্ষেপ ঘুচবে নাদালের? নাকি ফেদেরার জিতবেন তৃতীয় শিরোপা? জবাব মিলবে রোববার।
সূত্র: রাইজিংবিডি