আরব জনগনকে স্বাভাবিক সম্পর্ক প্রত্যাখ্যানের আহ্বান ফিলিস্তিনের

ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিরুদ্ধে আরব জনগনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (১২ অক্টোবর) পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিন কর্তৃপক্ষের অনুষ্ঠিত এক বৈঠকে আরবদের প্রতি এ আহ্বান জানানো হয়।

বৈঠকে আভ্যন্তরীন পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোকপাত করা হয়। এতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর ফাতাহ, হামাস ও ইসলামিক জিহাদসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও অংশগ্রহণ করে।

এক বিবৃতিতে বলা হয়, আরবদের স্বাভাবিক সম্পর্ক ফিলিস্তিন ও মুসলিম উম্মাহ ইস্যুর সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তাই ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রত্যাখ্যান করে আরব জনগনকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

এছাড়া ফিলিস্তিনবাসী ও ফিলিস্তিন নেতৃবর্গ সম্পর্কে সৌদি প্রিন্স বান্দার বিন সুলতানের উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন সাব্যস্ত করা হয়। গত সপ্তাহে ফিলিস্তিন নেতৃবর্গ ও রাজনৈতিক দলগুলোকে নিজেদের কল্যাণে কাজ করতে ব্যর্থ বলে অভিযোগ উত্থাপন করা হয়।

সূত্র গত ১৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‍পৃষ্ঠপোষকতায় ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত ও বাহরাইন।

 

সূত্রঃ কালের কণ্ঠ