আরও একটি ‘রেকর্ড’ গড়ল নেদারল্যান্ডস

শ্রীলংকার বিপক্ষে আরও একটি রেকর্ড গড়ল নেদারল্যান্ডস ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ৪৪ রানেই অলআউট হলো ডাচরা।

এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই শ্রীলংকার বিপক্ষেই ৩৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। বিশ্বকাপের ইতিহাসের সেটাই দলীয় সর্বনিম্ন রানের স্কোর। আজ দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল ডাচরা।

শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।

আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে ডাচরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১০ ওভারে ৪৪ রানে অলআউট হয় নেদারল্যান্ড।

দলের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন কলিন ম্যাকারম্যান। ১০ রান করেন বেন কুপার। এছাড়া বাকি ৮ ব্যাটসম্যানকে দুই অঙ্কের ফিগার রান করতে দেননি লংকান বোলাররা।

এই ম্যাচের আগেই মূলপর্বের খেলা নিশ্চিত হয়ে গেছে শ্রীলংকা। নিজেদের প্রথম দুই খেলায় জিতে আগেই বিশ্বকাপের মূলপর্বের টিকিটি নিশ্চিত করে তারা।

এ ম্যাচের আগেই নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হয়ে গেছে। নিজেদের প্রথম দুই খেলায় হেরে আগেই ছিটকে যায় ডাচরা।

আনুষ্ঠানিকতার এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে নেমে বাজে রেকর্ড গড়ে নেদারল্যান্ডস।

 

সূত্রঃ যুগান্তর