আরএমপির অভিযানে ৪৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৯ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৯ জনকে, রাজপাড়া থানা ৯ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৬ জন, কাটাখালি থানা ৩ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ৩ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।

যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ  লিটন (২৪), ওমর হোসেন ওরফে রিমলকে (২৮) ৬০ পিস ইয়াবাসহ আটক করে। শাহীনুর ইসলাম ওরফে জনিকে (৩২) ৪ বোতল ফেনসিডিলসহ আটক করে।

রাজপাড়া থানা পুলিশ আসাদ আলীকে (৪০) ৩ গ্রাম হেরোইনসহ আটক করে। সাঈদ হাসান (২০) নামের একজনকে ৮ পিস ইয়াবাসহ আটক করে।

চন্দ্রিমা থানা পুলিশ মোহন (৩২) নামের একজনকে ২ গ্রাম হেরোইনসহ আটক করে, রমজান ওরফে সুমনকে (৩৫) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

বেলপুকুর থানা পুলিশ  মোমিনকে ৪ গ্রাম হেরোইনসহ আটক করে। শাহীন (৩৮) নামের একজনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বকুল হোসেনকে (২৮) ৭ বোতল ফেনসিডিলসহ আটক করে। ডিবি পুলিশ হাবিবকে (২৩)  ৫১ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স/আর