আম্পায়ারিং নিয়ে আইসিসির কাছে অভিযোগ করবে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে কেশব মহারাজের স্পিন বিষে রীতিমতো নীল হয়েছে মুমিনুলের দল। পাশাপাশি প্রোটিয়াদের ‘দুঃখজনক’ স্লেজিং নিয়ে অনফিল্ড আম্পায়ারদের নির্বিকার আচরণে হতবাক বাংলাদেশ। এমনকি পুরো ম্যাচজুড়ে তাদের বেশ কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এখন আলোচনার তুঙ্গে। এসব নিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে। এমনকি আইসিসির কাছে লিখিত অভিযোগের পরিকল্পনা বিসিবির।

ওয়ানডে সিরিজে আম্পায়ারিং নিয়ে এরই মধ্যে একটি অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ। এবার টেস্টেও আম্পায়ারিং ও অন্য ইস্যু নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে চায় তারা।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে গিয়ে ২২০ রানে বাংলাদেশের হারের পর বিসিবি ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুস ক্রিকইনফোকে বলেছেন, ‘ওয়ানডে সিরিজ শেষে আম্পায়ারিং নিয়ে ইতোমধ্যে আমরা অভিযোগ দায়ের করেছি। আমাদের ম্যানেজার নাফীস ইকবালের সঙ্গে শুরুর দিকে বাজে আচরণ করেছিল ম্যাচ রেফারি কিন্তু যখন আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম তখন সে নরম হয়েছিল। এবার এই টেস্ট ম্যাচ নিয়ে আরেকটি অফিসিয়াল অভিযোগ দিব।’

চতুর্থ দিন সকালে ইবাদত হোসেন এলগারের দিকে বল ছুড়ে মারেন, যা তাকে আঘাত করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। আম্পায়ার হোল্ডস্টক তাদের শান্ত হতে বলেন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের বিরুদ্ধে আম্পায়ারের কাছে স্লেজিংয়ের অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেননি তারা।

জালাল বলেন, ‘তারা জয়কে ঘিরে ধরেছিল যখন ব্যাট করতে নেমেছিল। তারা কিছু একটা বলছিল। সে পাল্টা জবাব দিতে পারেনি, কারণ সে জুনিয়র খেলোয়াড়। এটা ছিল দুঃখজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে আম্পায়াররা আমাদের খেলোয়াড়দের সাবধান করে দিচ্ছিল, যখন আমরা স্লেজিং নিয়ে অভিযোগ করছিলাম।’

তিনি আরো বলতে থাকেন, ‘দুই দেশই স্লেজিং করেছিল। কিন্তু তারা যখন করছিল সেটা ছিল সীমাছাড়া। আমরা আম্পায়ারদের কাছে অভিযোগ করেছিলাম। এটা অগ্রহণযোগ্য। আমরা তীব্র নিন্দা জানাই। আম্পায়ারদের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে, কিন্তু আইসিসির উচিত নিরপেক্ষ আম্পায়ার ফেরানো।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন