আম্পানের তাণ্ডব: রাজশাহীতে শত কোটি টাকার আমের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ৯৫ থেকে ১০০ কোটি টাকার আমের ক্ষতি হয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী জেলায় ৯৫ থেকে ১০০ কোটি টাকার আমের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ গড় মূল্য হিসাবে এ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১২ থেকে ১৫ শতাংশ আম ঝরে গেছে। তবে আমের কোনো গাছ উপড়ে যায়নি। কিছু গাছের ডাল ভেঙ্গে গেছে। অন্য ফলের গাছ ভেঙ্গে গেছে।

 

স/আ