আম্পানের ক্ষতি কাটিয়ে না উঠতেই ঈদের দিন গোমস্তাপুরে ফের ঝড়

গোমস্তাপুর প্রতিনিধি:

আম্পানের ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারো ঘূর্নিঝড়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের দুটি গ্রামের প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর-গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।

সোমবার ঈদের দিন সন্ধ্যায় বয়ে যাওয়া ঘূর্নিঝড়ে রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম ও কলকলিয়া গ্রামের প্রায় অর্ধ শতাধিক কাঁচা-পাঁকা বাড়ি ঘর ও বহু গাছপালা ভেঙ্গে পড়ে। পরে রহনপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা কাজিগ্রাম-কলকলিয়া সড়কের ভেঙ্গেপড়া গাছ পালা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করে।

রহনপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিম জানান, ঝড়ের কারণে রাস্তায় বেশ কিছু বড় গাছপালা ভেঙ্গে পরে। পরে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার কর্মীরা কাজ করে তা রাস্তা থেকে সরিয়ে ফেলে।


ঘূর্নিঝড়ে উঠতি বোরো ধান ও আমের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান,জমিতে কেটে রাখা বোরো ধান কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং কিছু গাছের আম ঝড়ে পড়েছে।

ঘূর্নিঝড়ে ক্ষয়ক্ষতি প্রসঙ্গে উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ঘূর্নিঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে সোমবার সন্ধ্যার এ ঘূর্নিঝড়ে পার্শ্ববতী নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডী গ্রামে দেয়াল চাপা পড়ে এক শিশুসহ এক বৃদ্ধ মহিলা আহত হয়েছে। আহত ওই বৃদ্ধ মহিলাকে প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

স/অ

আরো পড়ুন …

গোমস্তাপুরে পুলিশ সদস্যসহ ৩ করোনা রোগী শনাক্ত