সোমবার , ১৩ জানুয়ারি ২০২০ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘আমেরিকার উন্নয়নে বাংলাদেশিদের ভূমিকা তাৎপর্যপূর্ণ’

নিউজ ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২০ ৫:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মার্কিন সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার। এই প্রথম বাংলাদেশিদের কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।

চাক শুমার বলেন, আমেরিকার উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশিদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব, ওমেন ফোরাম ও ইয়ুথ ফোরাম অব নিউইয়র্ক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মার্কিন সিনেটে সংখ্যালঘু ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমারের কণ্ঠে বাংলাদেশিদের উচ্ছ্বসিত প্রশংসা।

এদিন, বাংলাদেশিদের অনুষ্ঠানটি যেন ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচারণায় রূপ নেয়। চাক শুমার বলেন, এই দেশ অভিবাসীদের এবং অভিবাসীরাই এদেশে থাকবে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অধিকারকে সমুন্নত রাখতে আগামী নির্বাচনে সবাইকে ভোটার হওয়ার আহ্বান জানান আয়োজকরা। বাংলাদেশি নারী ও তরুণ প্রজন্মকে আরও বেশি করে মূলধারায় সম্পৃক্ত হওয়ার ওপরও জোর দেওয়া হয় অনুষ্ঠানে।

এতে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলসহ বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইউএস সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভ, স্টেট সিনেট ও এসেম্বলী এবং নিউইয়র্ক সিটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাট দলের প্রার্থীরা এ অনুষ্ঠানে তাদের প্রচারণা চালিয়েছেন।

সর্বশেষ - রাজশাহীর খবর