সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এবার মার্কিনিদের ‘বোকা’ ও ‘বাঁদর’বলেছেন। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেছেন।
সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, মার্কিন সিনেট ফিলিপাইনের কাছে ২৬ হাজার রাইফেল বিক্রির প্রস্তাব আটকে দিয়েছে। সিনেটের ভাষ্য, রদ্রিগো দুতের্তে তার দেশে যে মাদকবিরোধী অভিযান চালাচ্ছেন, তাতে তিনি বিচার বর্হিভূতভাবে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে যাওয়া নতুন এসব অস্ত্র দিয়ে ফিলিপাইনের পুলিশ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটাতে থাকবে।
বুধবার দুতের্তে মার্কিন সিনেটের এই সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন,‘এই বাঁদরদের দেখুন, আমরা ২৬ হাজার অস্ত্র কিনতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায় না। বেশ্যার ছেলেরা আমাদের অনেক দেশীয় অস্ত্র আছে। এই আমেরিকানরা বোকা।’
ফিলিপাইনে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দুতের্তে। তিনি বলেন, ‘ তারা আমার সঙ্গে অভদ্র আচরণ করায় আমি তাদের সঙ্গে কর্কশ ব্যবহার করি।’
সূত্র: রাউজিংবিডি