“আমি সেই নারী”

শাহিনা খাতুন
জেলা প্রশাসক, নাটোর।

আমার চোখ আছে তবে দেখতে নেই
আমার কান আছে শুনতে নেই
আমার মুখ আছে বলতে নেই
বাড়ির লোকজন যখন সিরিয়াস কোন আলোচনা করে
আমায় বলে এখানে তোর কি কাজ।
বেদ বাইবেল কোরআনে আমার জন্য অনেক “না” আছে
আমাকে দেখে কারও মনের অসুখ বাড়তেও পারে।
তাই আমাকে কালো কাপড়ে ঢেকে রাখলে ভালো হয়
কারও কারও ভাবনায় আমি তেঁতুল সম
আমি নাকি পরিপূর্ণ মানুষ নই
আমি মেয়ে মানুষ
তাই আমি প্রতিদিন প্রার্থনায় স্রষ্ট্রারে জিজ্ঞাসি
তুমি কি হেলায় ফেলায় আমাকে গড়েছিলে
নাকি ভালোবেসেছিলে
উত্তর নেই
যদি তোমার ঘৃণা থাকে তবে বলে দাও
আমার মাটির পিঞ্জরে যখন তুমি হও বলেছিলে
তখন কি শুধু হেলায়ই ছিলো
একদিন তিনি বললেন
না না না
তুমি মোটেও নও অবজ্ঞার
তুমি আমার সেই ধন
যাকে আমি প্রাণ সঞ্চারের বাহন করেছি
তুমি বসুধা তোমার দেহে বীজ ফেললে তাতে বৃক্ষ হয়
তোমাকে আমি গড়তে শিখিয়েছি
তোমাকে আমি প্রেমের আধার করেছি
তুমি সেই প্রেম
যে প্রেমে পাখি গান গায়
যে প্রেমে নদী বয়ে যায়
যে প্রেমে গাছে ফুল ফোঁটে
যে প্রেমে আঁকাশ হয় নীল
তোমাকে শৃঙ্খলিত করতে যারা প্রতিদিন কৌশল করে
তাদের জন্যই আমার নরক
নরকে ইচ্ছা আছে নেই ইচ্ছা পূরণ
নরকে ভাব আছে ভালবাসা নেই
তুমিই কেন্দ্রবিন্দু তোমাকে ভালবেসেই ঘুরছে সব।