বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘আমি রোমান্টিক মেয়ে’

Paris
অক্টোবর ২০, ২০১৬ ৮:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

নিজেকে ‘রক তারকা’ নয়, ‘রোমান্টিক মেয়ে’ বলে ভাবতেই বেশি পছন্দ করেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি টিভি শো দিওয়ালি বিটস-এ নিজের সম্পর্কে এমন তথ্যই ফাঁস করলেন এ বলিউড তারকা।

 

শ্রুতি বলেন, ‘আমি সম্পূর্ণ রোমান্টিক, তবে এটি কিছু বিষয়ের ওপর নির্ভর করে। এর জন্য উৎসাহেরও প্রয়োজন। সহকর্মী যদি বোকা ধরনের হন, তবে তাদের সঙ্গে আমি রোমান্টিক হতে পারি না। আমাকে দেখে লোকজন ভাবে আমার রক কনসার্টে অংশ নেওয়া দরকার। বডিগার্ড ছবির আই লাভ ইউ গানটি আমি পছন্দ করি কারণ এর মধ্যে কিছু সরলতাও আছে আবার মজাও আছে।’

 
‘গাব্বার ইজ ব্যাক’ ছবির সহ-অভিনেতা অক্ষয় কুমারকে নিজের উৎসাহদাতা হিসেবে উল্লেখ করেছেন শ্রুতি। তিনি বলেন, ‘অক্ষয় কুমারের সঙ্গে কাজ করাটা বিস্ময়ের। জীবনকে তিনি যেভাবে দেখেন আর তিনি যতটা নিয়মানুগ তা দেখে আমি হতবুদ্ধি হয়ে যাই। সত্যিই তিনি প্রেরণাদাতা।’

 
উল্লেখ্য, বিখ্যাত তারকা জুটি কমল হাসান ও সারিকার মেয়ে শ্রুতি তার অভিনয়ের অভিষেক হয় তামিল-হিন্দি দ্বৈত ভাষার ‘হে রাম’-এর মধ্য দিয়ে। ছবিটিতে বল্লভভাই প্যাটেলের কন্যা চরিত্রে বিশেষ শিল্পী হিসেবে হাজির হন তিনি। এই সিনেমাটি নির্মিত হয় মহাত্মা গান্ধীকে হত্যার চেষ্টার কাহিনির ওপর ভিত্তি করে। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা কমল হাসান। ২০০৭ সালের শেষের দিকে শ্রুতি তার পূর্ণ অভিষেক ঘটান নিশিকান্ত কামাত পরিচালিত মাধবানের বিপরীতে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - বিনোদন